আপডেট :
২১ ডিসেম্বর ২০২৫, ১২:১২:৪৯
চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারতীয় ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম নগরের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের অধীনে পরিচালিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এর আগে, শনিবার আইভ্যাকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব আবেদনকারীর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।
এছাড়া, গত ১৭ ডিসেম্বর নিরাপত্তার কারণ দেখিয়ে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র দুপুর ২টার পর বন্ধ রাখা হয়। তবে পরদিন সকাল থেকে ওই কেন্দ্রের কার্যক্রম আবার স্বাভাবিকভাবে শুরু হয়।
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ লোকজন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের দিকে অগ্রসর হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেয়। ঘটনার পর থেকে সহকারী হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন রয়েছে।