আপডেট :
২১ ডিসেম্বর ২০২৫, ১০:২৪:৪৭
লক্ষীপুরে দরজায় তালা দিয়ে ঘরে আগুন দেওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে কোনো দুর্বৃত্তকারী কিংবা কোনো মবের বিষয়ে এখন পর্যন্ত বিশ্বাসযোগ্য সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুন লাগা বা লাগানোর বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে কোনো দুর্বৃত্ত কর্তৃক ঘরের দরজায় তালা দিয়ে আগুন লাগানোর তথ্যাদি পাওয়া গেলে উক্ত বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানানো হবে।
ওই ঘটনায় বেলাল হোসেনের সাত বছর বয়েসী মেয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তার অন্য দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি ও সামিয়া আক্তার বিথি। বেলালও আহত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, দগ্ধদের মধ্যে স্মৃতির শরীরের ৮০ শতাংশ ও বিথির ৩০ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ বেলাল সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।