আপডেট :
২১ ডিসেম্বর ২০২৫, ১০:৫০:৫২
ঝালকাঠির নলছিটি উপজেলায় ফেলে রাখা ৪৫০ বস্তা আলু উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উপজেলার মগড় ইউনিয়নের খাওখীর গ্রামের কালিজিরা খালের তীর থেকে এসব আলু উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) রাতে অপরিচিত কয়েকজন লোক আলুভর্তি একটি বড় ট্রলার খালের পাড়ে নিয়ে আসেন। পরে আলুর বস্তা গুলো ট্রলার থেকে খালের পার্শ্ববর্তী মনির তালুকদারের জমিতে উঠিয়ে রেখে ট্রলারটি চলে যায়।
এসময় তারা ভেবেছিলেন হয়তো এই আলু কেউ কিনেছেন। কিন্তু বুধবার থেকে শনিবার পর্যন্ত আলুর বস্তা কেউ না নেওয়ায় বস্তাগুলো সেখানেই পড়ে থাকে। পরে মগড় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মিন্টু খানকে বিষয়টি জানানো হয়।
মিন্টু খান জানান, আমি বিষয়টি জেনে আলুর মালিককে খুঁজে না পেয়ে রোববার নলছিটি থানার পুলিশকে ঘটনাটি জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে আলুর বস্তাগুলো উদ্ধার করে।
মগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামাল হোসেন জানান, উদ্ধার আলুর বস্তাগুলো আমার জিম্মায় দেওয়া হয়েছে।
নলছিটি থানার পরিদর্শক আশরাফ আলী এই ঘটনা নিশ্চিত করে জানান, ৪৫০ বস্তা আলু উদ্ধার করা হয়েছে। কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি। এ অবস্থায় আলুর বস্তাগুলো মগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামাল হোসেনের জিম্মায় রাখা হয়েছে। পরে প্রশাসনকে জানিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।