প্রকাশিত :
২২ ডিসেম্বর ২০২৫, ৯:১৯:৪৪
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি কবরস্থান থেকে ১৭ রাউন্ড তাজা গুলি ও চারটি ম্যাগাজিনসহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া বাজারগামী পাকা সড়কের পাশের একটি কবরস্থান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশের একটি দল পরিত্যক্ত অবস্থায় দুটি আলাদা শপিং ব্যাগের ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ এমএম বোরের ও একটি ৯ এমএম বোরের বিদেশি পিস্তল। এছাড়াও দুটি ম্যাগাজিনসহ মোট ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানকালীন সময়ে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে বালিয়াডাঙ্গী থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। এ অভিযান তারই অংশ।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) বেলাল হোসেন জানান, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে ও ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।