চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) সদস্যরা। অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলা সাড়ে ১১টায় উপজেলার রাঘববাটি এলাকায় অভিযান চালানো হয়। এসময় আন্তর্জাতিক সীমান্ত থেকে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহভাজন একব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়।
পরে উদ্ধার করা ব্যাগ তল্লাশি করে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়। মঙ্গলবার বিকেলে ৫৩ বিজিবির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, একসপ্তাহ আগেও ১৫ ডিসেম্বর পৃথক অভিযানে মনোহরপুর সীমান্ত এলাকা থেকে ৪টি বিদেশী পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। তফসিল ঘোষণার পর থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রের চোরাচালান বৃদ্ধি পেয়েছে। এগুলো নাশকতার জন্য আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিজিবি সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান চালু থাকবে বলেও জানান তিনি।