তিন দিনের জন্য আইসিইউ সেবা স্থগিত, রোগীদের সরানো হয়েছে অন্যত্র।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে এক রোগীর শরীরে টিটেনাস শনাক্ত হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আক্রান্ত রোগীকে আইসোলেশনে নেওয়া হয় এবং অন্যান্য রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার (২৩ জুন) সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে জানায়, আইসিইউ ওয়ার্ডে টিটেনাস সংক্রমণের কারণ স্বাস্থ্য ও সুরক্ষার দৃষ্টিকোণ থেকে আইসিইউ বন্ধ রাখা হয়েছে। হাসপাতালে থাকা অন্য রোগীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
রমেক আইসিইউ’র ইনচার্জ ডা. এ বিএম মারুফ হাসান জানান, আইসিইউ সম্পূর্ণ জীবাণুমুক্ত করার পর পুনরায় কার্যক্রম শুরু করা হবে। যতক্ষণ ওয়ার্ডটি নিরাপদ হবে না, রোগীদের করোনা আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। ডিউটিরত চিকিৎসক ডা. আব্দুল্লাহেল বারী বলেন, আইসিইউতে মোট ৯টি বেডে রোগী ভর্তি ছিল এবং টিটেনাস রোগীটি সরাসরি সার্জারি ওয়ার্ড থেকে আইসিইউতে নেয়া হয়েছিল। অন্য রোগীদের জরুরি ভিত্তিতে করোনা আইসিইউ বা অন্যান্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান আশা প্রকাশ করেন, আগামী মঙ্গলবারের মধ্যে আইসিইউ ওয়ার্ডটি সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হবে এবং তখন থেকে আবারও সেবা প্রদান শুরু হবে। এ পর্যন্ত আইসিইউ সেবা করোনার জন্য প্রস্তুতকৃত অন্য আইসিইউ বেড থেকে পরিচালিত হচ্ছে।