নির্মাণ নিরাপত্তা উপেক্ষার অভিযোগ স্থানীয়দের, তদন্তে প্রশাসন
সোমবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার এস এস রোড এলাকায় একটি বেসরকারি ভবনের নির্মাণকাজ চলাকালে পাশের পুরোনো দেয়ালটি হঠাৎ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়, আরেকজন সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহত অপর শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নিহতদের নাম রফিকুল ইসলাম (৪২) ও শহিদুল (৩৭)। তাঁরা দুজনই স্থানীয় বাসিন্দা ও দিনমজুর হিসেবে নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য:
দেয়ালটি বহু পুরোনো ও ফাটলধরা ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এক প্রত্যক্ষদর্শী বলেন,
“বারবার বলার পরও নির্মাণকারী প্রতিষ্ঠান দেয়ালটি ভাঙেনি, বরং পাশেই কাজ চলছিল। এমন অনিরাপদ পরিবেশেই শ্রমিকরা কাজ করছিলেন।”
প্রশাসনের প্রতিক্রিয়া ও ব্যবস্থা:
ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। জেলা প্রশাসন এক তদন্ত কমিটি গঠন করেছে এবং বলা হয়েছে, “যদি কারও অবহেলা বা গাফিলতির প্রমাণ মেলে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” নির্মাণাধীন ভবনের মালিক ও ঠিকাদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় থানা।
নির্মাণ খাতে নিরাপত্তার ঘাটতি নিয়ে উদ্বেগ:
এ ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে নির্মাণশিল্পে নিরাপত্তা ব্যবস্থা ও শ্রমিকদের ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করা নিয়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনির্দিষ্ট নজরদারি না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের।
দুই শ্রমিকের অকাল মৃত্যু শুধুই একটি দুর্ঘটনা নয়, বরং এটি নির্মাণশিল্পে দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা ও দায়িত্বজ্ঞানহীনতার প্রতিচ্ছবি। যথাযথ তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত না হলে এমন ঘটনা আরও ঘটতে পারে।