নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৩ (মেলান্দহ ও মাদারগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. দৌলতুজ্জামান আনসারীকে আদালতে তলব করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটি।
শনিবার (০৩ জানুয়ারি) বিকেলে জামালপুর-৩ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটির সিভিল জজ আরিফ হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে আনসারীকে আগামী ৬ জানুয়ারি জামালপুরের সিভিল জজ আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য ও ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ অনুযায়ী নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ করা বাধ্যতামূলক। তবে অভিযোগ রয়েছে, গত ১ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী মো. দৌলতুজ্জামান আনসারী ‘হাতপাখা’ প্রতীকে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন।
এতে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ৩ ও ১৮ ধারার সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটি তার বিরুদ্ধে নোটিশ জারি করে।
নোটিশে আরও বলা হয়, নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।