যশোরে দুর্বৃত্তদের গুলিতে চরমপন্থি নেতা রানা প্রতাপ বৈরাগী নিহত হয়েছেন। সোমবার (০৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করা হয়েছে জানাতে পারেননি পুলিশ।
নিহত রানা প্রতাপ কেশবপুর উপজেলার আরুয়া গ্রামের তুষার বৈরাগীর ছেলে। এলাকায় তিনি চরমপন্থি দলের সদস্য হিসেবে পরিচিত ছিল।
স্থানীয়রা জানান, রানা প্রতাপের কপালিয়া বাজারে একটি বরফকল ছিল। আজ সন্ধ্যায় তিনি বরফকলের পাশে ঝুমু বিউটি পার্লারের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এসময় একটি মোটরসাইকেলে তিন যুবক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান জানান, তিনি ঘটনাস্থলে আছেন। এর বেশি তিনি কিছু বলতে রাজি হননি।