গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা ও নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস বহনের অভিযোগে পরীক্ষার্থীসহ ৪৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পরীক্ষা চলাকালে সদর উপজেলার চারটি ও পলাশবাড়ীর একটি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
সদরের গাইবান্ধা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে নারীসহ তিনজন, চাপাদহ বিএল উচ্চ বিদ্যালয় থেকে একজন, কুপতলা আব্দুল কাউয়ুম উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১৩ জন, লক্ষীপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে একজন এবং পলাশবাড়ীর ফুলছড়ি কেন্দ্র থেকে দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, পরীক্ষা শুরুর আগে সদরের সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে প্রবেশের সময় তল্লাশি চালিয়ে তিনজনের কাছ থেকে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। পরে পুলিশ তাদের আটক করে।
এদিকে, চাপাদহ বিএল উচ্চ বিদ্যালয় থেকে একজন, লক্ষীপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে একজন এবং কুপতলা আব্দুল কাউয়ুম উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১৩ জনকে নকলের চেষ্টা ও ডিভাইস বহনের অভিযোগে আটক করা হয়।
সেখানে তথ্য সংগ্রহের সময় সাংবাদিকরা প্রবেশ করতে চাইলে ঢুকতে না দেয়নি দায়িত্বরত প্রশাসন। প্রায় গেটের সামনেই ৩ ঘণ্টা পড়েও ঢুকতে না দেওয়ায় প্রশ্ন তৈরি হয়েছে। সেখানে রাজনৈতিক দলের নেতা ও প্রশাসন কিছুটা নাটকীয়তা তৈরি চেষ্টা করে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, ‘অসদুপায় অবলম্বন ও অবৈধ ইলেকট্রনিক ডিভাইস বহনের অভিযোগে জেলার বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’