সম্প্রতি পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনা ও বিভ্রান্তির প্রেক্ষিতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের আমীর মাওলানা এ টি এম আজম খান।
বিবৃতিতে তিনি জানান, সভায় বক্তব্য দিতে গিয়ে দলের এক ঊর্ধ্বতন নেতার বক্তব্য উদ্ধৃত করার সময় অনিচ্ছাকৃতভাবে একটি অসতর্ক ও অনভিপ্রেত শব্দচয়ন ব্যবহার হয়ে যায়, যেখানে কুরবানির সঙ্গে সংশ্লিষ্ট একটি তুলনা উপস্থাপিত হয়।
তিনি স্পষ্ট করে বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে তার ‘স্লিপ অব টাং’ থেকে ঘটেছে এবং এটি কোনোভাবেই তার বিশ্বাস বা উদ্দেশ্যের প্রতিফলন নয়।
তিনি আরও বলেন, পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত হজরত ইবরাহিম (আ.) ও তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-এর কুরবানির ঘটনা ইসলামের ইতিহাসে এক অনন্য ত্যাগ, আনুগত্য ও ঈমানের সর্বোচ্চ নিদর্শন। এই মহিমান্বিত ঘটনার সঙ্গে তুলনামূলক কোনো বক্তব্য দেওয়া তার আকিদা ও বিশ্বাসের সম্পূর্ণ পরিপন্থি।
বক্তব্যের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি সর্বপ্রথম আল্লাহর দরবারে ক্ষমাপ্রার্থনা করেন এবং একই সঙ্গে সকল ভাই-বোন ও শুভানুধ্যায়ীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।
ভবিষ্যতে বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকার অঙ্গীকারও করেন তিনি। বিবৃতির শেষাংশে তিনি বলেন, আল্লাহ আমাদের সবাইকে সত্য ও সঠিক পথে চলার তাওফিক দান করুন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ২০২৬,পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মাওলানা এ টি এম আজম খানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।