ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনা শনিবার (২৮ জুন) ভোররাতে সিংপাড়া আন্ডারপাসের সামনে ঢাকামুখী লেনে ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন যশোর সদর উপজেলার জালাল উদ্দিন ও জিল্লুর রহমান, বাসের এক যাত্রী আব্দুল হালিম এবং ট্রাকের হেলপার হাসিব। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের ঢাকায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী হামদান পরিবহনের একটি নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানে সড়কের রেলিংয়ের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর পুলিশ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল একযোগে কাজ করে যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বাস ও ট্রাকের চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
