দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি। শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। রাজনীতি নিয়ে সামাজিক স্তরে যে নীরবতা ও সংকোচ কাজ করে, সেই ‘ট্যাবু ভাঙার প্রয়াসই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নির্মাতা জানান, স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় সিনেমাটি মোট ১৪টি শো প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে বসুন্ধরা, ধানমন্ডির সীমান্ত সম্ভার, মিরপুরের সনি স্কয়ার, উত্তরার সেন্টার পয়েন্ট এবং চট্টগ্রামের বালি আর্কিড শাখা।
২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে সিনেমাটির পটভূমি নির্মিত হলেও, এর ভেতর দিয়ে বাংলাদেশের বিভিন্ন সময়ের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসও তুলে ধরা হয়েছে। সমসাময়িক বাস্তবতার সঙ্গে অতীতের ঘটনাপ্রবাহের সংযোগ তৈরি করেছে গল্পটি।
সিনেমা প্রসঙ্গে আহমেদ হাসান সানি বলেন, এটি নির্মাণ করা ছিল অদ্ভুত, কঠিন কিন্তু একই সঙ্গে সুন্দর অভিজ্ঞতা। তিনি আশা প্রকাশ করেন, দর্শক সিনেমাটির সঙ্গে আবেগী ও চিন্তাশীল সংযোগ খুঁজে পাবেন।
প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু, কেয়া আলমসহ একদল পরিচিত মুখ। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন খালিদ মাহমুদ।