বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুত জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক।
বরগুনায় ডেঙ্গু আতঙ্ক: মৃতের সংখ্যা বেড়ে ৩১, নতুন ভর্তি ৬৩
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (৩৫) ও শেফালী বেগমসহ আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু-related মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। পাশাপাশি নতুন আক্রান্ত আরও ৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৭ জুলাই) সকালে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়। তিনি পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইউনুস মোল্লার ছেলে। অপরদিকে বেতাগী উপজেলার শেফালী বেগম মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বরগুনায় ডেঙ্গু রোগে ব্যাপক সংক্রমণ ঘটেছে এবং প্রায় প্রতিটি বাড়িতে আক্রান্ত রোগীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে সরকারি হাসপাতালের তথ্যের তুলনায় বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে রোগীর সংখ্যা অন্তত তিন গুণ বেশি ধারণা করা হচ্ছে।
বরগুনা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর হাসপাতালে ৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জেলা জুড়ে অন্য হাসপাতালগুলোতেও ১৭ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে আমতলীতে ১, বেতাগীতে ১, বামনায় ৩, তালতলীতে ১ ও পাথরঘাটায় ১১ জন।
জেলার মোট হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ২০৬ জন। চলতি বছরে জেলায় ৩৫২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৩৩১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন এবং জেলায় বাইরে চিকিৎসা নিয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে।
বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং বেসরকারি ক্লিনিক ও অন্য জায়গায় যারা পরীক্ষা করাচ্ছেন তাদের রিপোর্টগুলো না আসায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তিনি স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান জোরদার করার কথা বলেন।