গবেষণা, ইন্টার্নশিপ ও দক্ষতা উন্নয়নে একসাথে পথচলা
প্রকাশিত : ২৯ জুলাই ২০২৫, ১:৪০:৫৯
তরুণদের ভবিষ্যৎ নেতৃত্বে প্রস্তুত করতে যৌথভাবে কাজ করতে এগিয়ে এল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও AMAL ফাউন্ডেশন। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে গবেষণা, ইন্টার্নশিপ এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণদের বাস্তবভিত্তিক অভিজ্ঞতা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে সহায়তা করা। “একজন শিক্ষার্থীর শুধু ডিগ্রি নয়, বাস্তব দক্ষতা ও নেতৃত্বগুণও প্রয়োজন এই চুক্তি সেই পথেই বড় পদক্ষেপ।” ড. হুমায়ুন কবির, প্রো-ভিসি, ইউল্যাব
তরুণদের জন্য সুযোগের নতুন দিগন্ত
চুক্তির আওতায় ছাত্রছাত্রীরা পাবেন গবেষণায় অংশগ্রহণের সুযোগ, বিভিন্ন সামাজিক প্রকল্পে যুক্ত হওয়ার অভিজ্ঞতা, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং AMAL ফাউন্ডেশনের সঙ্গে ইন্টার্নশিপের সুযোগ। এতে একদিকে যেমন কর্মক্ষেত্রের প্রস্তুতি বাড়বে, অন্যদিকে সামাজিক নেতৃত্বেও বাড়বে অংশগ্রহণ। AMAL ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাহমিনা আজহার বলেন, “আমরা চাই, তরুণরা শুধু চাকরি প্রত্যাশী না হয়ে হয়ে উঠুক সমাজ পরিবর্তনের চালিকা শক্তি।”
বিশ্বব্যাপী নেতৃত্ব গঠনের এমন উদ্যোগের উদাহরণ
বিশ্ববিদ্যালয় ও উন্নয়নমূলক সংস্থার এমন যৌথ উদ্যোগ আজকাল বিশ্বজুড়ে জনপ্রিয়। হার্ভার্ড ও ইউনিসেফ, অক্সফোর্ড ও অক্সফাম এমন অনেক চুক্তির মাধ্যমে তরুণরা নেতৃত্বে উঠে আসছে। ইউল্যাব-AMAL উদ্যোগ সেই আন্তর্জাতিক ধারা অনুসরণ করে দেশের প্রেক্ষাপটে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে।
এই যুগে নেতৃত্ব মানেই শুধু বক্তৃতা নয়, চাই বাস্তব দক্ষতা, মূল্যবোধ আর সামাজিক দায়বদ্ধতা। ইউল্যাব ও AMAL ফাউন্ডেশনের এ চুক্তি তরুণদের সেই দিকেই এগিয়ে নিচ্ছে যেখানে তারা গড়বে ভবিষ্যতের বাংলাদেশ।
“তরুণরাই দেশের সম্ভাবনা আর সেই সম্ভাবনাকে প্রস্তুত করতেই এই চুক্তি।”