৪৯তম বিসিএসে বাংলা কলেজ ক্যাডারে ৬৮৩টি পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫, ১১:২৭:১৮
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলা কলেজ ক্যাডারে ৬৮৩টি পদে আবেদন আহ্বান করেছে। একদিকে বিপুল পদসংখ্যা, অন্যদিকে ফি জমা ও আবেদন প্রক্রিয়ায় এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই সমন্বয়ে এবারের বিসিএস অনেকটাই ব্যতিক্রমী।
শুধু পদের সংখ্যা নয়, এবার আবেদন প্রক্রিয়াই বদলে গেল। অনেকে হয়তো এই নিয়ম জানলে প্রথম দফাতেই বাদ পড়বেন।’ বিসিএস কোচিং প্রশিক্ষক সাঈদ জামান
পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত নতুন নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীকে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করে নির্ভুলভাবে ফি পরিশোধ করতে হবে। আবেদনপত্রে ছোট্ট কোনো ভুল থাকলেও বাতিল হতে পারে প্রার্থীতা। বিশেষজ্ঞদের মতে, এবার প্রথমবারের মতো বাংলা কলেজ ক্যাডারে এতগুলো পদ ঘোষণা বিসিএস পরীক্ষার্থীদের জন্য বড় সুযোগ। বিসিএস বিশেষজ্ঞ ও গবেষক ড. তানভীর আহমেদ বলেন, “বাংলা কলেজ ক্যাডারে ৬০০-এর বেশি পদ কখনও একসঙ্গে খালি হয়নি। এটা প্রমাণ করে শিক্ষা কাঠামোতে বড় রদবদল আসছে।”
বিশ্ব প্রবণতা ও ডিজিটাল আবেদন
বিশ্বের অনেক দেশেই সরকারি চাকরির আবেদন প্রক্রিয়া এখন পুরোপুরি ডিজিটাল। ইউকে সিভিল সার্ভিস কিংবা অস্ট্রেলিয়ার পাবলিক সার্ভিস কমিশনে অনলাইনে আবেদন ও ডিজিটাল ভেরিফিকেশনই হচ্ছে মূলধারা। বাংলাদেশও সেই পথেই হাঁটছে। এবারের বিসিএসে পিএসসি এনেছে মোবাইল ব্যাঙ্কিং ও অটোমেটেড যাচাইয়ের প্রযুক্তি।
সময় কম, ভুল করলে পিছিয়ে পড়বেন!
৪৯তম বিসিএসের আবেদন শুরু হয়েছে ৩০ জুলাই ২০২৫ থেকে, চলবে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত। তবে ফি জমা দেওয়ার শেষ সময় ৩ সেপ্টেম্বর পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, যারা “লাস্ট মিনিট” এ আবেদন করেন, এবার তারা ঝুঁকিতে থাকবেন। কারণ ফি জমা সংক্রান্ত প্রযুক্তিগত জটিলতা আগেও বহু আবেদনকারীর ক্ষতি করেছে।
আবেদনকারীদের জন্য বিশেষ টিপস:
বাংলাদেশের তরুণদের চাকরির স্বপ্নে বিসিএস আজ এক বৈশ্বিক প্রতিযোগিতার নাম। একে শুধু পরীক্ষার নাম না বলে ‘ন্যাশনাল ক্যারিয়ার লটারি’ বললেও ভুল হয় না। তাই নিয়ম জানুন, সময় মেনে আবেদন করুন কারণ, চাকরি নয়, এবার নিজের ভবিষ্যতের যুদ্ধ।