বন্ধুর না-থাকার ব্যথা থেকে জন্ম নিয়েছে নতুন সুর। ১৪ আগস্ট ঢাকার শ্রোতাদের সামনে আবারও গাইবে ব্যান্ড ‘অড সিগনেচার’।
প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ১২:০০:৫৩
নিরবতা ভেঙে দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে ফিরছে তরুণদের প্রিয় ব্যান্ড ‘অড সিগনেচার’। কনসার্টটি হতে যাচ্ছে ১৪ আগস্ট, ঢাকার একটি অভিজাত কনসার্ট ভেন্যুতে। গানে থাকবে বন্ধুত্ব, বিচ্ছেদ ও ফিরে আসার গল্প। চারদিক যখন বন্ধু-বিচ্ছেদের গল্পে ভারী, তখন গান কি কেবল বিনোদন? না, কখনও কখনও গানই হয়ে ওঠে মানসিক আশ্রয়। ঠিক যেমনটি করেছে ব্যান্ড ‘অড সিগনেচার’। বহুদিন পর ১৪ আগস্ট ঢাকায় কনসার্ট নিয়ে ফিরছে এই ব্যান্ড, যাদের গান যেন একেকটা ‘সিগনেচার অফ সোল’। বন্ধুর অনুপস্থিতি থেকেই জন্ম নিয়েছে এই কনসার্টের মূল ভাবনা। ব্যান্ডের ভোকাল মেহরাজ বলেন, “বন্ধুর অনুপস্থিতি একটা শূন্যতা তৈরি করে। সেই শূন্যতা থেকেই এসেছে আমাদের নতুন গান ‘আনটোল্ড’। এই কনসার্টে আমরা সেই না-বলা কথাগুলোকেই তুলে ধরতে চাই।”
বন্ধুত্বের রং বদলে যাওয়া সময়
১৪ আগস্টের কনসার্টটিকে ব্যান্ডটি বলছে ‘একটা যাত্রার ফিরে আসা’। করোনা পরবর্তী সময়, মানসিক অবসাদ, সম্পর্কের ভাঙন সবকিছুই যেন গানের মাধ্যমে ব্যক্তিগত হলেও ছুঁয়ে যাচ্ছে একটা প্রজন্মের অনুভব। এ যেন একধরনের সাউন্ড থেরাপি। এই আয়োজনের মূল আকর্ষণ হবে ব্যান্ডটির নতুন ৩টি মৌলিক গান। এর মধ্যে ‘আনটোল্ড’, ‘শেষবার দেখা’ এবং ‘ফেরার ঠিকানা’ তিনটি গানেই থাকছে ভাঙনের বেদনা আর বন্ধুত্বের হারিয়ে যাওয়া ছায়া।
ব্যতিক্রমী উপস্থাপনা
কনসার্টে থাকবে ভিজ্যুয়াল ইন্সটলেশন, লিরিক্যাল আর্ট, ও কিছু থিয়েট্রিক্যাল পারফর্ম্যান্সও। এই অংশটি কিউরেট করছেন তরুণ শিল্পী রাকিব ইসলাম। তাঁর ভাষায়, “গানের বাইরে যে না-বলা আবেগ থাকে, আমরা সেই অনুভবকে মঞ্চে দৃশ্যমান করব।”
বিশেষজ্ঞ মত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক তানজিন রহমান বলেন, “অড সিগনেচার যেভাবে ব্যক্তিগত যন্ত্রণাকে সমষ্টিগত অভিজ্ঞতায় রূপান্তর করছে, তা সমসাময়িক সংগীত জগতে এক নতুন মাত্রা।”
আন্তর্জাতিক তুলনা
বন্ধু বিচ্ছেদ, মানসিক অবসাদ নিয়ে গান করা ব্যান্ডের সংখ্যা বিশ্বে খুব কম নয়। ব্রিটেনের ‘দ্য 1975’ কিংবা কোরিয়ার ‘DAY6’ এমন অভিজ্ঞতাকে সংগীতে রূপ দিয়েছে, যা তরুণদের গভীরভাবে নাড়া দেয়। ‘অড সিগনেচার’-এর এই প্রয়াসও যেন তেমনই এক সাহসী পদক্ষেপ।
“বন্ধু চলে গেলে আমরা সবাই চুপ হয়ে যাই তবে গান করতে করতে আবার কথা বলতে পারি।” মেহরাজ, ভোকাল, অড সিগনেচার
বন্ধুত্ব হারানো কষ্টের, কিন্তু গান ফিরে এলে আবার সবকিছু জীবন্ত হয়ে ওঠে। সেই ফিরে আসার গল্পই বলবে ‘অড সিগনেচার’-এর ১৪ আগস্টের কনসার্ট যেখানে না-থাকার বেদনা মিলিয়ে যাবে সুরের আলোয়।