দেব-শুভশ্রী জুটির অতীত প্রেম নিয়ে মুখ খুললেন রাজ চক্রবর্তী। এক পুরোনো সম্পর্কের কথা, যা নতুন করে নাড়া দিল টলিপাড়াকে।
প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ১:৩৪:৩৬
টলিউডের রাজনীতি ও বিনোদনের জগত সবসময়েই আলোচিত। আর সেই আলোচনার কেন্দ্রে যদি থাকেন দেব, শুভশ্রী আর রাজ চক্রবর্তী তবে তা হতেই হবে মুখরোচক! সম্প্রতি এক জনপ্রিয় টেলিভিশন টক শোতে হাজির হয়ে পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী যখন ‘দেব-শুভশ্রী’ প্রসঙ্গে বললেন, “যা হওয়ার হয়েছিল, আর কিচ্ছু বলার নেই” তখন থেকেই গুঞ্জন ফের দানা বাঁধে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিশ্লেষণ এমন মন্তব্য কি কেবল পুরোনো গল্প টেনে আনার কাকতালীয় মুহূর্ত, নাকি আছে অন্য কোনো ইঙ্গিত?
অতীত, বর্তমানে ছায়া ফেলে?
টলিউডে দেব-শুভশ্রী জুটি একসময় ছিল সবচেয়ে জনপ্রিয়। পর্দার রোমান্স যেমন জমজমাট ছিল, তেমনি বাস্তবের সম্পর্কও দারুণ। হঠাৎ সেই সম্পর্কে ফাটল, এবং কিছু সময় পর শুভশ্রী বিয়ে করেন রাজ চক্রবর্তীকে। যদিও সব পক্ষই একে একান্ত ‘ব্যক্তিগত’ বলে এড়িয়ে যান, কিন্তু দর্শকের কৌতূহল থেকে যায়।
তাই রাজের হঠাৎ করা এই মন্তব্য ঘিরে প্রশ্ন উঠছে সত্যিই কি পুরোনো স্মৃতি এখনও রয়ে গেছে কোথাও?
সমসাময়িকতার ছোঁয়া
বিশ্ব বিনোদন জগতেও এমন ঘটনা বিরল নয়। হলিউডে যেমন ব্র্যাড পিট-জেনিফার অ্যানিস্টন-অ্যাঞ্জেলিনা জোলি ‘লাভ ট্রায়াঙ্গেল’ দীর্ঘসময় দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল, তেমনি টলিউডেও রাজ-দেব-শুভশ্রী সম্পর্ক একরকম ট্রায়াঙ্গেলের মতোই আলোচিত। তাই রাজের মুখ ফসকে বেরিয়ে আসা এই সংক্ষিপ্ত মন্তব্য নতুন করে সেই আলোচনা উস্কে দিয়েছে।
বিশেষজ্ঞ মত
কলকাতার গণযোগাযোগ বিশেষজ্ঞ রিমা সেনগুপ্ত বলেন, “এই এক লাইনের মন্তব্যটাই যথেষ্ট সামাজিক মাধ্যমে আগুন জ্বালাতে। কারণ মানুষ তারকাদের জীবনের খুঁটিনাটি নিয়ে আগ্রহী থাকে তা যত পুরোনোই হোক।”
রাজের ভাবনা, না আবেগ?
অনুষ্ঠানের ওই মুহূর্তে রাজ কিছুটা আবেগপ্রবণ হয়েই বলেছিলেন কথাটি। কিন্তু প্রশ্ন উঠছে তাঁর এ মন্তব্য কি অনুশোচনার প্রকাশ, না নিছক রসিকতা? রাজের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত সঞ্চালকও মুচকি হেসে পাল্টা বলেন, “আপনি কিন্তু আগুনে ঘি ঢাললেন।” তখন রাজও হেসে বলেন, “কখনো কখনো স্মৃতি জেগে ওঠে, সেটা থামানো যায় না।”
“যা হওয়ার হয়েছিল, সেটাই হয়েছিল… সবকিছু বলা যায় না, কিছু অনুভব করা যায়।” রাজ চক্রবর্তী
টলিউডের পর্দার বাইরের গল্প যতই ব্যক্তিগত হোক না কেন, তার প্রতিধ্বনি কিন্তু ভেসে আসে জনমনে। রাজ চক্রবর্তীর এই এক লাইন, অনেক না-বলা গল্পের দরজায় যেন আবার টোকা দিল। হয়তো যা হওয়ার, সেটাই হয়েছিল… কিন্তু দর্শক বলছে “আরে, গল্প তো তখনও বাকি ছিল!”