এক সময়ের কিউট ছোট্ট মেয়ে সাদনিমা আজ টেলিভিশন নাটকের ব্যস্ততম মুখ। ক্যামেরার সামনে বেড়ে ওঠা মেয়েটি এখন দর্শকের চেনা শিল্পী।
প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৫, ২:৩৩:০৩
এক সময়ের ছোট্ট মুখটি মনে আছে? বিজ্ঞাপনে দেখা যেত, বৃষ্টিতে ভেজা মেয়েটি মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ছে, অথবা কোনো শিশুসাবানের বিজ্ঞাপনে দাঁত বের করে হেসে বলছে, ‘আমি সুন্দর!’ সেই মেয়েটিই এখন বড় হয়ে হয়েছে দেশের জনপ্রিয় টিভি অভিনেত্রী সাদনিমা। ক্যারিয়ার শুরু করেছিলেন মাত্র চার বছর বয়সে। চুলের তেল, বিস্কুট কিংবা সাবানের অসংখ্য বিজ্ঞাপনে শিশুশিল্পী হিসেবে তিনি ছিলেন অনেকের প্রিয়। সময় গড়িয়েছে, বয়স বেড়েছে, কিন্তু ক্যামেরার সঙ্গে সখ্য কখনোই কমেনি। বরং তা আরও গভীর হয়েছে অভিনয়ের পরিপক্বতায়।
ছোটবেলার খ্যাতি, বড় পর্দার প্রস্তুতি
সাদনিমা বলেন, “আমার মনে নেই, কখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম প্রথমবার। মা বলতেন, তখন কথা ঠিকমতো বলতে পারতাম না, কিন্তু রোল বললেই হেসে ফেলতাম। ওটাই নাকি ছিল আমার স্ক্রিন প্রেজেন্স।” শিশু বয়সেই যা শুরু, এখন তা পরিণত হয়েছে অভিনয়ের পূর্ণাঙ্গ যাত্রায়। বিগত কয়েক বছরে বেশ কিছু নাটক ও ওয়েব সিরিজে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে পারিবারিক গল্পে তার আবেগভরা চোখ আর সংলাপ বলার ভঙ্গি দারুণ প্রশংসিত হয়েছে।
নির্মাতারা কী বলছেন?
নাট্যনির্মাতা আদনান আল রাজীব বলেন, “সাদনিমার অভিনয়ে একটা সহজাত সাবলীলতা আছে। তার অভিব্যক্তির ভেতর একটা গভীরতা পাওয়া যায়, যা এই বয়সে খুব কম অভিনেত্রীর মধ্যে থাকে।” তিনি আরও বলেন, শিশুশিল্পী থেকে পূর্ণাঙ্গ অভিনেত্রী হয়ে ওঠার ক্ষেত্রে যে ধৈর্য, পরিশ্রম আর মানসিক পরিপক্বতা লাগে, তা সাদনিমার মধ্যে আছে।
“এক সময় যারা আমাকে বিজ্ঞাপনের মেয়ে বলে চিনত, তারা এখন নাটক দেখে বলছে তুমি অনেক ভালো করছো!” সাদনিমা
বদলে যাওয়া চেহারা, বদলায়নি ভালোবাসা
সাদনিমার সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়, দর্শক কীভাবে তার এই রূপান্তরকে আপন করে নিয়েছেন। অনেকে কমেন্টে লেখেন, “এই না সেই মেয়েটা! অবিশ্বাস্য!” তিনি নিজেও বলেন, “শিশু বয়সে পরিচিতি পাওয়া সহজ, কিন্তু বড় হয়ে টিকে থাকা কঠিন। আমি চেষ্টা করছি অভিনয়ের মাধ্যমে নিজের জায়গাটা শক্ত করে নিতে।”
ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা
বর্তমানে সাদনিমা কয়েকটি ধারাবাহিক নাটকে কাজ করছেন, পাশাপাশি ওয়েব সিরিজেও তার আগ্রহ বাড়ছে। চরিত্রনির্ভর গল্প, বিশেষ করে নারীকেন্দ্রিক স্ক্রিপ্টের প্রতি রয়েছে তার ঝোঁক। তিনি বলেন, “আমি নিজেকে সবার মতো জনপ্রিয় অভিনেত্রী বানাতে চাই না, বরং এমন একজন হতে চাই, যাকে অভিনয়ের জন্য মনে রাখে মানুষ।”