প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৫, ৩:০৬:৪০
বাংলাদেশি সিনেমার পোস্টার বয় শাকিব খান এখন ব্যস্ত ব্যাংককে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে। ঢাকার অংশ শেষ করেই তিনি পাড়ি দিয়েছেন বিদেশে। সকাল থেকে রাত—বিরতি ছাড়া একটানা শুটিং চলছে।
গেল ৫ অক্টোবর ঢাকায় শুরু হয়েছিল ‘সোলজার’-এর ক্যামেরা। ঢাকার পরবর্তী সূচি এখন ব্যাংককের বিভিন্ন লোকেশনে। শাকিব খানের সঙ্গে শুটিংয়ে আছেন সিনেমার প্রধান দুই অভিনেত্রী—তানজিন তিশা ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। এই প্রথমবার তিশা বড়পর্দায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন।
এ সিনেমায় আরও আছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ’সহ অভিজ্ঞ অভিনয়শিল্পীরা। নির্মাতা ফাহাদ খান জানিয়েছেন—‘সোলজার’ শুধু অ্যাকশন নয়, এটি একজন সৈনিকের ভেতরের যুদ্ধে টিকে থাকার গল্প, যেখানে আছে আবেগ, দায়িত্ব ও সমাজের বাস্তবতা।
প্রাথমিক পরিকল্পনা ছিল ২০২৪ সালের ডিসেম্বরেই সিনেমাটি মুক্তি পাবে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ঘনিষ্ঠ একটি সূত্র নাগরিক প্রতদিনকে জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি ও সামনে জাতীয় নির্বাচন বিবেচনা করে তারা মুক্তির সময় পরিবর্তন করেছেন। নতুন পরিকল্পনা—‘সোলজার’ আসবে ২০২৬ সালে।
শুটিং শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দর্শকদের আগ্রহ তুঙ্গে। শাকিব–তিশা জুটির ফার্স্ট লুক, সেটের ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দর্শক এখন অপেক্ষায়—কবে প্রকাশ হবে অফিসিয়াল পোস্টার ও টিজার।