প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৫, ৭:২৮:৩১
বাংলাদেশি বন্ধুর দেওয়া পরামর্শ বদলে দিয়েছে এক ভারতীয় প্রবাসীর জীবন। সেই বন্ধুর কল্যাণেই আবুধাবির বিগ টিকিট ড্রতে কোটি টাকার মালিক হয়েছেন ভারতীয় নাগরিক সনদীপ কুমার প্রসাদ।
সংযুক্ত আরব আমিরাতের শিপিং শিল্পে টেকনিশিয়ান হিসেবে কাজ করা সনদীপ সেপ্টেম্বরের বিগ টিকিট ড্রতে জিতে নেন দেড় কোটি (প্রায় ৫০ কোটি টাকা) দিরহামের গ্র্যান্ড প্রাইজ। আর এই সৌভাগ্যের সূত্রপাত তার বন্ধু জাহাঙ্গীর আলমের কাছ থেকে। জাহাঙ্গীর নিজেও এ বছরের মার্চের ড্রতে জিতেছিলেন দুই কোটি দিরহাম।
বিগ টিকিট স্টুডিওতে উপস্থাপক রিচার্ডকে সনদীপ বলেন, ‘জাহাঙ্গীর ভাই-ই আমাকে বিগ টিকিট সম্পর্কে জানান। তার কারণেই এ চেষ্টা শুরু করি।’
অর্থনৈতিক অবস্থার কারণে প্রতি মাসে টিকিট কিনতে না পারলেও টানা তিন মাস চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত সেই প্রচেষ্টাই ফল দিয়েছে। ১৯ আগস্ট কেনা ২০০৬৬৯ নম্বর টিকিটটি সেপ্টেম্বরে ঘোষণা করা হয় ১৫ মিলিয়ন দিরহামের বিজয়ী হিসেবে।
৩০ বছর বয়সি এই যুবক বলেন, ‘গত তিন মাস ধরে টিকিট কিনছিলাম। এই টিকিটটি আমি আরও ২০ জনের সঙ্গে শেয়ার করছি।’
গত ৩ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার মুহূর্তেই তার কাছে পুরস্কারের তথ্য জানানোর ফোন আসে। প্রথমে বিশ্বাসই করতে পারেননি সানদীপ।
দেশে থাকা অসুস্থ বাবার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, ‘এখন আমার পরিকল্পনা বাড়িতে ফিরে যাওয়া। বাবার চিকিৎসা করাতে চাই।’
স্টুডিওতে তার কথা শুনে উপস্থাপক রিচার্ড সান্ত্বনা দিয়ে বলেন, ‘আপনি অসাধারণ।’
দুই ভাই, এক বোন এবং স্ত্রীকে নিয়ে সনদীপের পরিবার। এ সৌভাগ্যের জন্য তিনি বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
টেকনিশিয়ান থেকে মিলিয়নিয়ার হয়ে ওঠার অনুভূতি তার কাছে এখনো অবিশ্বাস্য। অন্যদের উদ্দেশে তিনি বলেন, ‘টিকিট কিনলে নিজের ভাগ্য বদলানোর একটা সুযোগ তৈরি হয়। আমি ১৫ মিলিয়ন দিরহাম জিতেছি, চেষ্টা করলে আপনিও পারবেন।’