প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৫, ৮:১২:১৬
শৈশব থেকেই মানবসেবায় নিবেদিত বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা পলক মুচ্ছল। সুরের মাধ্যমে যেমন মুগ্ধ করেন লাখো শ্রোতাকে, তেমনি নিজের উদ্যোগে আলো ছড়িয়েছেন হাজারো শিশুর জীবনে। এবার সেই মানবিক কাজের স্বীকৃতি পেলেন আন্তর্জাতিক অঙ্গনে। অর্থাৎ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এবং লিমকা বুক অব রেকর্ডসে জায়গা পেয়েছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’-এর মাধ্যমে এ পর্যন্ত প্রায় চার হাজার অসচ্ছল শিশুর হার্ট সার্জারির ব্যবস্থা করেছেন পলক। দেশ-বিদেশ মিলিয়ে সেই সংখ্যা এখন ৩ হাজার ৮০০ ছাড়িয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মানবসেবার এই যাত্রা শুরু হয়েছিল তার মাত্র সাত বছর বয়সে। এক ট্রেন ভ্রমণে দুস্থ শিশুদের দুর্দশা দেখে প্রতিজ্ঞা করেছিলেন যে, মানুষের পাশে থাকবেন। সেই বছরই কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য রাস্তায় গান গেয়ে ২৫ হাজার টাকা সংগ্রহ করেন তিনি। পরের বছর ঔড়িশ্যায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিজ উদ্যোগে ত্রাণ পাঠান।
এরপর এক স্কুলছাত্রের হার্ট সার্জারির জন্য ৫১ হাজার টাকা তোলেন পলক। তার প্রচেষ্টায় খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি বিনা খরচে ওই শিশুর অস্ত্রোপচার করেন। সেখান থেকেই শুরু হয় ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’-এর যাত্রা।
২০১১ সালে আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন পলক মুচ্ছল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গায়িকা বলেন, ‘খুব ছোট করে শুরু করেছিলাম। প্রথম যেদিন একটি শিশুর প্রাণ বাঁচাতে পেরেছিলাম, সেদিনই বুঝেছিলাম এটাই আমার জীবনের সত্যিকারের লক্ষ্য।’
তিনি আরও জানান, তার প্রতিটি কনসার্টের আয় শিশুদের হার্ট সার্জারির জন্য ব্যয় করা হয়। যেসব পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়, তাদের সহায়তা করতেই এ ফাউন্ডেশন গড়ে তোলা হয়।
মানবসেবায় অনন্য এই অবদানের জন্য গিনেস ও লিমকা বুক অফ রেকর্ডসে নাম ওঠায় উচ্ছ্বসিত পলকের পরিবার ও সহকর্মীরা। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বলিউডের এই তরুণ গায়িকা।