বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পীদের তালিকায় যারা অবস্থান করেন, সেখানে সালমান খান ও চিত্রাঙ্গদা সিংয়ের অবস্থান উপরেই থাকে।
এই দুই অভিনয় তারকা এবার একসঙ্গে সিনেমায় অভিনয় করছেন। অপূর্ব লাখিয়ার পরিচালনায় ‘ব্যাটল অব গলওয়ান’ সিনেমায় দর্শক তাদের এক সঙ্গে দেখতে পাবেন।
সিনেমাটি আগামী এপ্রিলে মুক্তির সম্ভাবনা আছে। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহের অন্যকম কারণ হলো সালমান খানের উপস্থিতি।
গত বছর অভিনয়ে ভালো যায়নি সালমানের। তাই এই সিনেমার মাধ্যমে সেই হারানো গৌরব ফেরানোর আপ্রাণ চেষ্ঠা আছে এই তারকার।
জানা গেছে, নতুন সিনেমার জন্য অনেক খুব পরিশ্রম করছেন সালমান। এদিকে সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করা সালমান, চিত্রাঙ্গদা কত পারিশ্রমিকে অভিনয় করছেন, তা নিয়েও রয়েছে দর্শকের ব্যাপক আগ্রহ।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গেছে, ‘ব্যাটল অব গলওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য সালমান খান নিচ্ছেন ১১০ কোটি টাকা।
অন্যান্য ছবিতে এর আগে সালমান নিয়েছেন গড়ে ১০০ থেকে ১৫০ কোটি টাকা। তবে চিত্রাঙ্গদা সিংয়ের অভিনয়ের পারিশ্রমিক এতে ২ কোটি টাকা।
সিনেমাটির কাজ শেষ পর্যায়ে আছে। সালমান-চিত্রাঙ্গদা পর্দায় কতটুকু আন্তরিকতা দেখাতে পারেন, সেদিকেই তাকিয়ে আছেন তাদের ভক্তরা।