বিশ্বখ্যাত অ্যাওয়ার্ড আসর ‘গোল্ডেন গ্লোব’। আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ও টেলিভিশনের সেরা কাজগুলোকে এই অ্যাওয়ার্ড আসরে পুরস্কৃত করা হয়।
১৯৪৪ সাল থেকে শুরু হয়েছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি। এবার অনুষ্ঠিত হলো গোল্ডেন গ্লোবের ৮৩তম আসর।
বাংলাদেশ সময় ১২ জানুয়ারি সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বেভারলি হিলটন হোটেলে এবারের আসরের ২৮টি বিভাগে পুরস্কার বিতরণ করা হয়।
আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান নিকি গ্লেজার টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসর সঞ্চালনা করেছেন।
এবারের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সর্বাধিক চারটি পুরস্কার জিতলো হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এটি। এতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন টিয়ানা টেলর। ছবিটির সুবাদে সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকারের পুরস্কার দুটি পেয়েছেন পল থমাস অ্যান্ডারসন। সেরা চলচ্চিত্র হয়েছে উইলিয়াম শেকসপিয়রের পরিবারের ঘটনা অবলম্বনে নির্মিত ‘হ্যামনেট’। এতে শেকসপিয়রের স্ত্রীর চরিত্রের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি। ডিক্যাপ্রিওকে হটিয়ে সেরা অভিনেতা হয়েছেন টিমোতি শালামে। সেরা অভিনেত্রী স্বীকৃতি পেয়েছেন রোজ বার্ন। সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন স্টেলান স্কর্সগার্ড। সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র হয়েছে ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’। ছবিটির সুবাদে সেরা অভিনেতা হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভেগনার মোরা। সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র হয়েছে নেটফ্লিক্সের ‘কেপপ ডিমন হান্টার্স’। ছবিটিতে ব্যবহৃত ‘গোল্ডেন’ জিতেছে সেরা মৌলিক গানের পুরস্কার।