উপরে দেখতে রঙ ঝলমলে। কিন্তু ভেতরের জীবনটা একেবারেই অন্ধকারেই ঘেরা। এখানে নারীদের ফুলের মতো জীবন অল্প সময়েই হয়ে ওঠে নরকময়। অন্ধকারের আড়ালে চাপা পড়ে এক নিষ্ঠুর বাস্তবতাও।
ঠিক এই পরিবেশ বিরাজ করে দেশের বিভিন্ন এলাকার যৌনপল্লীগুলোতে। এই ধরনের পল্লীর নিষিদ্ধ এক অধ্যায়ের গল্প নিয়ে নির্মাতা রাশিদ পলাশ নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘রঙবাজার’।
১১ জানুয়ারি সন্ধ্যায় সিনেমাটির ট্রেলার প্রকাশ হয় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায়।
এটি মুক্তির পর থেকেই দর্শকের বেশ আগ্রহ তৈরী সিনেমাটি নিয়ে। জানা গেছে , শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা হবে।
একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘রঙবাজার’-এর কাহিনি। ছবির বেশির ভাগ দৃশ্য ধারণ করা হয়েছে রাজবাড়ী জেলার দৌলতদিয়া যৌনপল্লিতে।
এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। এছাড়া যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে শম্পা রেজা, নাজনীন চুমকি ও তানজিকা আমিনকে।
এতে মাদক কারবারির ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ। রাজনৈতিক নেতার চরিত্রে রয়েছেন লুৎফর রহমান জর্জ ও মাহমুদুল ইসলাম মিঠু।