মাত্র ১৬ বছর বয়স। এই সময়ে শুধু পড়ার টেবিলেই মনযোগী থাকার ছিল। কিন্তু পড়ালেখার তো করেছেনই। সেই সাথে অভিনয়েও কাজ করেছেন সমানতালে। তার অভিনয় এতোই সাবলীল ছিল যে, সাধারন কোনো সফলতা নয়, একেবারে বিশ্বখ্যাতি এনে দিয়েছে।
যার কথা বলা হচ্ছিল এতোক্ষণ, তিনি হলেন ওয়েন কুপার। সবচেয়ে কম বয়সী অভিনেতা হিসেবে ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড-এ সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন।
নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ ‘জেমি মিলার’ চরিত্রে অভিনয়ে জন্য পুরস্কার পান কিশোর এই অভিনেতা। এতো কম বয়সে এই পুরস্কার পাওয়ায় বিশ্বমিডিয়ার প্রশংসায় ভাসছেন তিনি।
এই অভাবনীয় সাফল্যে হতবাক ওয়েন কুপারও। পুরস্কার নিতে গিয়ে মঞ্চে তাই হয়ে পড়েন আবেগাপ্লুত। সেই মাহেন্দ্রক্ষণে দাড়িয়ে বলেন, ‘এখানে দাড়িয়ে থাকাটা আমার কাছে এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি ও আমার পরিবার এক দীর্ঘ ও রোমাঞ্চকর পথ পাড়ি দিয়ে এখানে এসেছি।’
এমন অভিজ্ঞতা হওয়ারই কথা। কারণ বয়েস তার মাত্র যে ১৬। তবে হঠাৎ করেই পুরস্কার আসেনি তার হাতে। এর জন্য ছোটবেলা থেকেই ছিলো কঠোর সাধনা। অভিভাবকদের পুরো সহযোগিতা ছিলো এই তরুণ অভিনেতার সাথে। তাই তো শোবিজের এই কঠিন যাত্রায় লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে পারছেন। ৯ বছর বয়সেও অভিনয়ের জন্য একবার পুরস্কৃত হন ওয়েন কুপার।
সামনের সময়গুলোতে আরও পরিনত হয়ে হয়তো অভিনয় জগতে আরও দৃঢ় অবস্থান তৈরী করবেন ওয়েন কুপার। এমনটাই ভাবছেন সংশ্লিষ্ঠরা।