বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে আলোচনার শেষ নেই। এই সুপারস্টারের পুরো জীবন নিয়েই আগ্রহ ভক্তদের। তাই তো নতুন কোনো বিষয়ের সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলেই তাকে নিয়ে শুরু হয় আলোচনা।
এই যেমন সম্প্রতি সালমানের প্রকাশিত একটি ছবির সূত্র ধরে নতুন একটি বিষয় আলোচনার তুঙ্গে উঠেছে।
সালমান খানের গলায় স্বর্ণের মালা শোভা পাচ্ছে। এই মালা নিয়েই সালমান আবারও আলোচনার টেবিলে।
কেউ কেউ দাবী করছেন ভাইজানের গলায় যে গয়না দেখা যাচ্ছে, সেটা নাকি রুদ্রাক্ষ দিয়ে তৈরি। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন অনেকে। গত কয়েক বছর ধরে জ্যোতিষশাস্ত্রের উপরে নাকি আস্থা বেড়েছে এই অভিনেতার। আঙুলে তাই নীলা পরতেও দেখা গেছে তাকে। তাই অনুরাগীদের একটা অংশের ধারণা, জ্যোতিষের পরামর্শেই এমন মালা গলায় তুলেছেন অভিনেতা।
এদিকে সালমন খান জন্মসূত্রে মুসলিম হলেও তার বাড়িতে সব ধর্মের উৎসব উদযাপন করা হয়। যেমন তার বাবা মুসলিম, মা হিন্দু ধর্মের এবং আরেক মা হেলেন খ্রিস্টান ধর্ম পালন করেন।
সালমন খান তাদের ধর্ম বিশ্বাস প্রসঙ্গে বলেছিলেন, ‘ আমার মা হিন্দু ধর্মাবলম্বী। আর বাবা মুসলিম। এ দিকে আমার আরেক মা হেলেন, তিনি খ্রিস্টান। আমরা একই বাড়িতে থাকি। আমার কাছে সব ধর্মই সমান। প্রত্যেকেরই উচিত সব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করা।’