কারও চোখে জল। কেউ মুগ্ধতায় ভাসছেন। নস্টালজিয়ায় আক্রান্ত হয়েছেন অনেকেই। এমন আরও অসংখ্য অনুভূতির ঢেউ জাগিয়ে দিচ্ছে নতুন প্রকাশিত ইউটিউব ফিল্ম ‘সম্পর্কের গল্প’।
মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় দুই ঘন্টা দৈর্ঘ্যরে ইউটিউব ফিল্মটি ১০ জানুয়ারি প্রকাশ হয়। ‘সিনেমাওয়ালা’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশের তিনদিন পরেই ১ কোটি দর্শক দেখেছেন এটি।
পারিবারিক সম্পর্কের টান, আবেগ, অভিমান, ভুল আর ভালোবাসার এই গল্পে দর্শক নিজেদের জীবন খুঁজে পাওয়ার কারণেই এটি নিয়ে তাদের এতো আগ্রহ, জানান অনেকে।
গত ঈদুল ফিতরে দর্শকদের মন জয় করে ‘তোমাদের গল্প’। ২০২৫ সালে বাংলা ফিকশনের মধ্যে সবচেয়ে বেশি ভিউ পেয়েছে এটাই। এখন পর্যন্ত এর ভিউ সংখ্যা ৩ কোটি ৭৩ লাখের বেশি। ‘তোমাদের গল্প’র দারুণ সাফল্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘গল্প’ সিরিজের নতুন নির্মাণ ‘সম্পর্কের গল্প’।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, ‘সম্পর্কের গল্প’ মুক্তির ৫ ঘণ্টা ৩৫ মিনিটেই ১ মিলিয়ন ভিউ পেয়েছে। ৯ ঘণ্টা ৩৭ মিনিটে এই সংখ্যা ছাড়িয়েছে দুই মিলিয়নের ঘর। ১৩ ঘণ্টা ৩১ মিনিটে এটি ভিউ পেয়েছে তিন মিলিয়ন। ২৪ ঘণ্টা পর সেটি দাঁড়ায় ৬ মিলিয়ন। দুই দিনে ৮০ লাখ বার দেখা হয়েছে এটি। তিন দিনেই রেকর্ড কোটি ভিউ পেয়েছে ‘সম্পর্কের গল্প’। ইউটিউবে মন্তব্য এসেছে ২১ হাজারের বেশি।
এতে নাটকে মনিরা মিঠুর অসাধারণ অভিনয় দর্শকদের চোখ ভিজিয়ে দিচ্ছে, মন ছুঁয়ে যাচ্ছে বারবার।
কৃতজ্ঞতা প্রকাশ করে মনিরা মিঠু বলেছেন , ‘একদিনের মধ্যে অকল্পনীয়, অবিশ্বাস্য রকম প্রশংসা বার্তায় ভরে যাচ্ছে মেসেঞ্জার, মোবাইল ফোন। পরিচালক মোস্তফা কামাল রাজকে কৃতজ্ঞতা আর দোয়া ছাড়া আর কিছুই দেবার সামর্থ্য নেই আমার।’
‘তোমাদের গল্প’র পর ‘সম্পর্কের গল্প’তে ফিরেছে অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী জুটি। তাদের অভিনয়ের ভ‚য়সী প্রশংসা করেছেন দর্শকরা।
এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
ইউটিউব ফিল্মটি রচনা করেছেন সিদ্দিক আহমেদ।
এতে তারিক তুহিনের লেখা একটি নতুন গান রয়েছে। নিজের সুর-সংগীতে এটি গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন খেয়া।
সব মিলিয়ে বলা যায়, ‘সম্পর্কের গল্প’ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ক্যারিয়ারে আরেকটি অন্যতম অর্জন হিসেবে আলোকিত হয়ে থাকলো।