অনাবৃত শরীর, পড়নে পুরো দিনের লুঙ্গি, চোখে কালো চশমা। অন্যদিকে এক হাতে মদের বোতল। ঠোটে জ্বলতে থাকা সিগারেট ধরিয়ে দিচ্ছে নায়িকা।
ঠিক এভাবেই প্রথম ঝলকে সবার সামনে আসলেন ভারতীয় অভিনেতা প্রভাস। যে ভিডিওতে তাকে এভাবে দেখা গেছে, তা ছিল একটি সিনেমার প্রচারনার অংশ।
সন্দীপ রেড্ডির পরিচালনায় ‘স্পিরিট’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন প্রভাস। এই সিনেমাতেই খুব গর্জিয়াস লুকে নাকি তিনি দর্শকের সামনে আসছেন। তেমনটাই ধারণা দেয়া হচ্ছে সিনেমাটির প্রযোজনা সংস্থা থেকে।
তবে প্রভাস সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, তিনি এই সিনেমা দিয়েই পারম্যমিক আরও বাড়িয়ে নিলেন।
আগে ১৫০ কোটি টাকায় অভিনয় করলেও এই সিনেমায় প্রভাস পারিশ্রমিক নিয়েছেন ১৬০ কোটি টাকা।
যে কারণে এখন প্রভাস ভারতের বিনোদন ইন্ডাস্ট্রির ‘সর্বোচ্চ পারিশ্রমিক’ পাওয়া অভিনেতার তালিকায় নাম লেখালেন।