গতকাল প্রকাশ হলো বিয়ের খবর। আর আজ দুপুরেই প্রকাশ হলো বিয়ে ছবি। রাফসান সাবাব তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ৪ টি ছবি পোষ্ট করেন। যেখানে জেফার রহমানের সাথে বেশ অন্তরঙ্গভাবেই দেখা যাচ্ছে রাফসানকে।
এদিকে আজ সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসছেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব।
জানা গেছে ঢাকার নিকটে আমিনবাজারের একটি রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
ফেসবুকে বিয়ের চারটি ছবি প্রকাশ করে রাফসান সাবাব লিখেছেন, ‘একসঙ্গে আমাদের যাত্রা শুরু হচ্ছে-বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসা নিয়ে সবার দোয়া কামনা করছি। আজ আমরা একসঙ্গে নতুন জীবনের সুন্দর একটি অধ্যায় শুরু করলাম।’
মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয় নেট দুনিয়ায়। পোস্ট করার প্রথম ২০ মিনিটে ছবিতে রিঅ্যাক্ট পড়েছে ৪০ হাজারের বেশি। এদিকে আজ সকালে তাদের গায়েহলুদ সম্পন্ন হয়েছে।