ঢালিউডের বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সারাক্ষণ আলোচনায় থাকতে পছন্দ করেন। অভিনয়ের চেয়ে ব্যক্তি জীবনের খবরের কারণেই এখন তাকে নিয়ে বেশী আলোচনা হয়।
আজ সকালে ফেসবুকে প্রবাসের অবকাশ যাপনের ছবি প্রকাশ করে আবারও আলোচনায় তিনি। কম পোশাকে একাধিক ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন ‘ শীত নাই’। সাথে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি। শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। পরীর পড়নে রয়েছে ছোট প্যান্ট ও স্লিভলেস টপস, আর চোখে রোদ চশমা। সমুদ্রের নীল জলরাশির পটভ‚মিতে তার এমন অবতার মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের।
পরীমণির এই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা তার রূপের বেশ প্রশংসা করছেন। জানা গেছে, কয়েকদিন আগে মালয়েশিয়ায় গিয়েছেন কয়েকটি হাউস উদ্বোধনের কাজে। কাজের ফাঁকেই ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দর্শনীয় স্থানে।