চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধা কাপুরের ঘনিষ্ঠতার গল্প বলিউডে নতুন কিছু নয়। কফিশপে আড্ডা হোক বা নৈশভোজের ব্যক্তিগত মুহূর্ত—এমনকি আম্বানিদের মতো অভিজাত পার্টিতেও একাধিকবার একসঙ্গে দেখা গেছে দুজনকে, যা ইন্ডাস্ট্রিতে ‘ওপেন সিক্রেট’ হিসেবেই পরিচিত।
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন শ্রদ্ধা। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভক্তের বিয়েসংক্রান্ত প্রশ্নে সরাসরি জানিয়ে দেন, তিনি বিয়ে করতে চলেছেন। এই মন্তব্যের পর থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয় জোর চর্চা ও কৌতূহল।
শ্রদ্ধার সম্ভাব্য জীবনসঙ্গী রাহুল মোদি বলিউডে পরিচিত মুখ হলেও ক্যামেরার সামনে নয়, বরং পর্দার আড়ালেই তার কাজের পরিচিতি। ‘পেয়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ ও ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো জনপ্রিয় ছবিতে সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তিনি নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন।
প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফের পথ ধরে রাজস্থানেই বিয়ের আয়োজন করতে চলেছেন শ্রদ্ধা—এমনটাই শোনা যাচ্ছে। উদয়পুরের এক ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে বসতে পারে এই রাজকীয় অনুষ্ঠান। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও কাছের বন্ধুদের উপস্থিতিতে, সম্পূর্ণ প্রথাগত রীতিতেই চার হাত এক হওয়ার পরিকল্পনা।
যদিও এখনো পর্যন্ত শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিটাউনের অন্দরমহলের সূত্র বলছে—বিয়ের প্রস্তুতি নাকি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।