শীতের সন্ধ্যা। হিমেল হাওয়ায় সাথে রোশনাই আলোর ঝলকানি। উৎসবের আবহে চারপাশ রঙিন। অতিথিরা সবাই হাস্যেজ্জ্বল। সবার দৃষ্ঠি সেই মাহেন্দ্রক্ষণের দিকে। কখন বাজবে বিয়ে সানাই। গাইবে সবাই।
অবশেষে এলো সেই সুন্দর সন্ধ্যা। বর-কনের সাজে মঞ্চে আসলেন উপস্থাপক রাফসান সাবাব ও গায়িকা জেফার রহমান।
মাইক্রোফোন হাতে নিয়ে কনে জেফার নিজেই গাইলেন তার গাওয়া জনপ্রিয় গান ‘লিচুর বাগানে’। তার পাশেই বর রাফসান গানটি উপভোগ করেন আনন্দের সাথে।
এই মাহেন্দ্রক্ষণে মঞ্চে গাইতে উঠে আসেন গায়ক প্রীতম হাসান ও অভিনেত্রী সাবিলা নূর। তারা জেফারের সঙ্গে কণ্ঠ মেলালে হয়ে উঠে এক মধুর পরিবেশ।
মঞ্চের সামনে তখন আরও তারকার উপস্থিতি নজর কাড়ে। অভিনেত্রী মেহজাবিন, তাসনিয়া ফারিণ, নির্মাতা শিহাব শাহীন, আদনান আল রাজীবসহ সবাই গানটির সঙ্গে নেচে গেয়ে বিয়ে আসর মাতান।
১৪ জানুয়ারি রাজধানীর নিকটবর্তী আমিনবাজারের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেল রাফসান ও জেফারের বিয়ে আনুষ্ঠানিকতা।
গতকাল সকাল থেকে রাতভর বিনোদন মিডিয়ার আলোচনা ও আগ্রহের শীর্ষে ছিলো এই বিয়ে অনুষ্ঠান।
বিয়ে আসরের খণ্ড খণ্ড ভিডিওচিত্র এখন ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। দর্শকও ইতিবাচক-নেতিবাচক নানা মন্তব্যে এগুলোর সঙ্গে রিঅ্যাকশন দিয়েছেন।