এক সময় অভিনয়ের আঙ্গিনায় নিয়মিত পদচারনা ছিলো বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার। প্রায় প্রতি বছরই তার অভিনীত সিনেমা মুক্তি পেত। তবে বিয়ের পর থেকে নিজেকে পরিবর্তন করতে শুরু করেন তিনি।
ক্রিকেটার বিরাট কোহলির সাথে প্রেম এবং বিয়ের পর থেকে অভিনয়ে ফোকাস হারিয়েছেন আনুশকা। এমনটাই ধারণা সবার।
তবে মা হওয়ার পর থেকে একেবারেই আড়ালে চলে গেছেন এই বলিউড অভিনেত্রী। জানা গেছে বলিউড তো নেই, ভারতেও থাকছেন এখন আনুশকা।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আনুশকা দুই সন্তান এবং স্বামী বিরাট কোহলিকে নিয়ে এখন ইংল্যান্ডে বসবাস করছেন।
কারণ হিসেবে আনুশকা উল্লেখ করেছেন যে, পাপারাজ্জিদের যন্ত্রনা এড়িয়ে কিছুটা শান্তিপূর্ণ জীবন উপভোগের জন্যই ইংল্যান্ডের কিছুদিন থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে, কবে নাগাদ অভিনয়ে ফিরবেন কিংবা অভিনয় জীবন পরবর্তী পরিকল্পনা কি তার। সেসব বিষয় নিয়ে কোনো কিছুই জানাচ্ছেন না আনুশকা।
অনেকের ধারণা আনুশকা সংসারের কারণে হয়তো অভিনয়ে আর নাও ফিরতে পারেন। তবে আনুশকা কোনো বিষয়েই এখনও কিছুই জানান নাই।