বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী এখন আর অভিনয়ে নেই। অভিনয় থেকে রাজনীতিতে মনযোগী হয়েছেন অনেক আগেই। ভারতে ক্ষমতাসীন বিজেপি দলের সংসদ সদস্যও তিনি।
এই তারকা রাজনীতিবিদ আজ ১৫ জানুয়ারি সকালে বাসা থেকে বের হয়েই হেনস্তার শিকার হন সাধারণ মানুষের কাছে।
জানা গেছে, আজ মুম্বাইয়ের বৃহানমুম্বাই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে নিজের ভোট প্রদান করতে যান এই বর্ষীয়ান অভিনেত্রী ও সাংসদ।
ভোট দিতে গিয়েই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন তিনি। মানুষ তাকে একেবারে কাছে গিয়ে ঘিরে ধরেন। হেমাকে উদ্দেশ্য করে বলেন যে, তারকারা ভোট প্রদানের সময় কোনো ভোগান্তি পায় না কিন্তু সাধারণ মানুষের এই কাজে এতো ভোগন্তি কেন।
এমন প্রশ্নের জন্য হেমা মালিনী মোটেও প্রস্তুত ছিলেন না। তাৎক্ষনিক কোনো উত্তর দেন নাই মানুষের সেই প্রশ্নের।
তবে সবাইকে শান্ত হওয়ায় অনুরোধ করে নিরাপত্তা বাহিনীর সহায়তায় দ্রুত স্থান ত্যাগ করেন হেমা মালিনী।
নিজের গাড়িতে উঠোর আগে সাংবাদিকদের উদ্দেশ্যে হেমা মালিনী বলেন, ‘আমি কেন হাসছি না, সেই নিয়ে অনুযোগ করবেন না।’ তবে ভোটদান যে প্রত্যেক নাগরিকের কর্তব্য, সেটাও মনে করিয়ে দেন অভিনেত্রী।