অবশেষে নীরবতা ভাঙলেন উপস্থাপক রাফসান সাবাবের প্রাক্তন স্ত্রী সানিয়া শামসুন এশা। এতদিন চুপ থাকলেও এবার ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের অবস্থান পরিষ্কার করলেন। সোশ্যাল মিডিয়ায় রাফসানের নতুন বিয়ে নিয়ে যখন আলোচনা ও গুঞ্জন তুঙ্গে ঠিক তখনই মুখ খুললেন এশা।
তিনি লিখেছেন, জীবনের এক ভয়ানক কঠিন সময় পার করে এসেছেন তিনি। যেখানে কষ্ট ছিল, মানসিক আঘাত আর ছিল নীরবে সহ্য করার গল্প। কিন্তু, সেই জায়গা থেকে ধীরে ধীরে নিজেকে আবার গুছিয়ে নিয়ে এখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।
রাফসানের নতুন বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় নানা কথা উঠছে। অনেকেই সহানুভূতি দেখাচ্ছেন, আবার কেউ কেউ কটাক্ষও করছেন। তবে এসব নিয়ে কিছুই বলতে চান না এশা।
তার ভাষায়, ‘বাংলাদেশের মানুষ এখন সবই জানে— কী ঘটছে, আর সত্যটা কী। তাই নতুন করে কিছু বলার প্রয়োজন নেই।’
এশা আরও বলেন, এখন তিনি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে চান না। এই মুহূর্তে তার পুরো মনোযোগ নিজের জীবন আর নিজের ক্যারিয়ার ঘিরেই। তিনি এমন কিছু গড়ে তুলতে চান, যেটা কোনো বিপদে তাকে ছেড়ে যাবে না।
কাছের মানুষ হোক বা একেবারে অচেনা কেউ—যারা এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন, ভালোবাসা আর সাহস জুগিয়েছেন, তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ তিনি।
সবশেষে এশা খুব স্পষ্টভাবে বলেন, তিনি আর অতীত কোনো পরিচয়ে বাঁধা থাকতে চান না। এখন তার একটাই পরিচয় ‘ডা. এশা।’ একটা নাম, একটা পরিচয়, যেটা তিনি নিজেই গড়ে তুলতে চান।
উল্লেখ্য, ২০২০ সালে রাফসান সাবাব ও সানিয়া এশার বিয়ে হয়। প্রায় তিন বছর পর ২০২৩ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে।