লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেল চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এ উপলক্ষে আজ বিকেল ৫টায় এক প্রেস কনফারেন্সে সিনেমাটির বিভিন্ন দিক তুলে ধরেন নির্মাতা ও সংশ্লিষ্টরা।
প্রেস কনফারেন্সে নির্মাতা ও প্রযোজক আকাশ হক জানান, এই চলচ্চিত্রটি কেবল ছাত্ররাজনীতির গল্প নয়; এটি তৃতীয় বিশ্বের এক সমাজে উচ্চাকাঙ্ক্ষার বাজারব্যবস্থার কথা বলে। এমন এক জগতে, যেখানে তরুণদের স্বপ্ন দেখতে শেখানো হয়, আবার সেই স্বপ্নগুলোকে ক্ষমতার কাছে বাজি রাখতে বাধ্যও করা হয়। আমাদের চরিত্রদের কোনো নাম নেই, কারণ এখানে পরিচয় শর্তসাপেক্ষ—একজন মানুষ পরিচিত হয় কেবল তার রাজনৈতিক পজিশন দিয়ে। চলচ্চিত্রটি তার চরিত্রদের বিচার করে না। এটি জিজ্ঞেস করে না—কে নির্দোষ আর কে অপরাধী; বরং প্রশ্ন তোলে—অ্যাম্বিশন আসলে ইনোসেন্সকে কী করে বদলে দেয়। চলচ্চিত্রটির শেষ কোনো সমাধানে নয়, একটি প্রশ্নে এসে থামে—গুরুত্বপূর্ণ মনে হওয়ার জন্য আমরা নিজেদের কতটা ত্যাগ করতে প্রস্তুত?
বি টিম প্রযোজিত এবং এইচ অ্যান্ড এম প্রডাকশন এবং মাল্টিমিডিয়া পরিবেশিত এই চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক হাফিজউদ্দিন মুন্না জানান, উৎসব প্রদর্শনের পর শিগগিরই সিনেমাটির দেশের প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস ও মেহেদী হাসান সোহান। এছাড়াও অভিনয় করেছেন চয়ন মন্ডল, আবু সায়ীদ, ইফাদ হাসান ও এস এ জীবন। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন সাহিত্যিক ও কবি আক্তারুজ্জামান আজাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সাবেক শিক্ষার্থী ফারহানা ফারহা বলেন, “‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক স্যাটায়ার। সিনেমার টাইটেল ট্র্যাক ‘সহমত ভাই’ ইতোমধ্যে দর্শকদের দৃষ্টি কেড়েছে। র্যাপ স্টাইলে নির্মিত এই গানে কণ্ঠ দিয়েছেন তাবিব মাহমুদ, যা প্রকাশের পরপরই দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।”
সিনেমার অন্যতম অভিনেতা ববি বিশ্বাস বলেন, ‘১৪২ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি শুধুই বিনোদন নয়, বরং পরিচিত বাস্তবতাকে নতুন চোখে দেখার এক সাহসী প্রয়াস। হাসি, ব্যঙ্গ ও বাস্তবতার মিশেলে নির্মিত সিনেমাটি দর্শকদের ভাবাতে বাধ্য করবে।’
চলচ্চিত্রটির গল্প রনো আনোয়ারের ‘ঝরা পাতার দুঃখ’ ছোটগল্প থেকে অনুপ্রাণিত। চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা এবং দৃশ্যায়নের কাজ করেছেন পরিচালক নিজেই।