সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
| ১৮ কার্তিক ১৪৩২
চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ১১৮ জনের, হাসপাতালে ভর্তি ২৯,৯৪৪ জন
নাগরিক ডেস্ক
ঢাকা: দেশে ডেঙ্গুর প্রভাব ক্রমেই বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত মোট ২৯,৯৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১১৮ জনের। শুধু আগস্ট মাসে ৮,৯৬৪ জন হাসপাতালে ভর্তি এবং ৩৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১,৪২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৪৭৮ জন, বাকি ৯৪৮ জন ঢাকার বাইরে।
স্বাস্থ্য অধিদফতরের বিস্তারিত তথ্যে দেখা যায়, বছরের শুরু থেকে প্রতি মাসে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ক্রমবর্ধমান। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ভর্তি ছিলেন ২১,৯৬০ জন এবং সেই সময় ৮৩ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য অধিদফতর সচেতনতা ও তৎপরতা বাড়াতে বলেছে।