আপডেট :
০৮ ডিসেম্বর ২০২৫, ৬:০৮:৩৭
দুবাইয়ের নাম শুনলেই মাথায় আসে বিরাট বিরাট ইমারত আর চোখ ধাঁধানো সব হোটেল-রেস্তোরা আর শপিং মলের নাম। বুর্জ খলিফা দুবাইকে নিয়ে গেছে আরো অন্য পর্যায়ে। বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে রেকর্ড গড়ে এ শহর।
আবারও রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল দুবাই। সেটাও ঘটেছে প্রায় দুর্ঘটনাক্রমে। দুবাই মেরিনার বুক চিরে দাঁড়িয়ে গেছে সিয়েল টাওয়ার, বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল। উচ্চতা? ৩৭৭ মিটার! কিন্তু মজার ব্যাপার হলো, পরিকল্পিত ছিল না। নকশা বদলাতে বদলাতে ভবনটা নিজেই নিজেকে ছাড়িয়ে রেকর্ড করে ফেলেছে।
সিয়েলের পাদদেশ মাত্র ৩,৬০০ স্কয়ার মিটার। যা দুবাইয়ের হিসেবে খুবই ছোট। তাই স্থপতি ইয়াহিয়া জানকে পুরো ভবনটিকেই একধরনের ‘চ্যালেঞ্জিং আর্ট’ হিসেবে সাজাতে হয়েছে। লবি বিশাল নয়, বরং ছোট ও মার্জিত। ওপরের দিকে উঠতে উঠতে ভবনটা যেন হঠাৎ আকাশের দিকে ফিতার মতো উড়ে যাওয়া এক টাওয়ার।
৮২ তলা, ১,০০৪টি রুম। সাইজে ছোট হলেও স্টাইলিংয়ে কোনো কমতি নেই। কক্ষের জানালা খুললেই চোখে পড়বে দুবাই মেরিনা, পাম জুমেইরা, আর উপসাগরের দুর্দান্ত দৃশ্য।
সিয়েলের সবচেয়ে ইউনিক ফিচার হলো এর মাঝখানের ফাকা জায়গা, যার ভেতর দিয়ে বাতাস সোজা টাওয়ারের ভেতর দিয়ে চলে যায়। এতে ভবনটিতে বাতাসের চাপ কম পাড়ে ও টাওয়ারটি আরও স্থিতিশীল থাকে। আরো আছে ১২টি সবুজ অ্যাট্রিয়া, যেখানে গাছপালা, আলো, হাওয়া মিলিয়ে তৈরি হয় ছোট ছোট ‘উল্লম্ব পার্ক’।
হোটেলের উপরের অংশটাই যেন অন্য এক পৃথিবী। ৭৪ থেকে ৮১ তলা পুরোটাই রেস্তোরাঁ আর লাউঞ্জ। আর ৭৬ তলার ইনফিনিটি পুলের পানি মিশে যায় সোজা আকাশে!
দুবাইয়ের ব্যয়বহুল সব লবি বা সৈকত যদিও এখানে নেই, কিন্তু রয়েছে আকাশ ছোঁয়া দৃশ্য আর স্মার্ট ডিজাইনের এক চমৎকার উদাহরণ।
রেকর্ড ভাঙার পরিকল্পনা না থাকলেও—সিয়েল প্রমাণ করেছে, দুবাইতে ‘অসম্ভব’ শব্দটা সত্যিই নেই।