প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৫, ৬:১৯:৫১
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড কক্সবাজারে আয়োজন করেছে ‘ফুয়েলিং পার্টনার – ডিস্ট্রিবিউটর কনফারেন্স ২০২৫’। ৩ থেকে ৫ নভেম্বর আয়োজিত এই কনফারেন্সে সারাদেশ থেকে প্রায় ৪০০ পরিবেশক ও কোম্পানি কর্মকর্তা অংশ নেন। কনফারেন্সে বিজনেস সেশন ছাড়াও ছিল বিভিন্ন টিম বিল্ডিং অ্যাক্টিভিটি ও বিনোদনমূলক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এমজিআই চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল এবং ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমজিআই পরিচালক তানভীর আহমেদ মোস্তফা ও ব্যারিস্টার তাসনিম মোস্তফা এবং নির্বাহী পরিচালক ও হেড অব এক্সপোর্ট সামিরা রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল বলেন, ‘এমজিআই সবসময়ই দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে। ২০১৯ সালে আনুষ্ঠানিক পথচলা শুরুর পর মাত্র পাঁচ বছরের মধ্যেই ফ্রেশ এলপি গ্যাস বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ডের জায়গা করে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের এলপিজি শিল্প বর্তমানে এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। একসময় যেখানে এলপিজি অনেকের কাছেই অপরিচিত ছিল, আজ তা দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলেও জনপ্রিয় হয়ে উঠেছে। গৃহস্থালি ব্যবহার থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্পকারখানা এবং পরিবহন খাতেও এলপিজির চাহিদা ক্রমাগত বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা পূরণে এবং দেশের প্রতিটি প্রান্তে মানসম্মত পণ্য পৌঁছে দিতে ফ্রেশ এলপি গ্যাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
ফ্রেশ এলপি গ্যাসের এই অগ্রযাত্রায় পরিবেশকদের অবদান উল্লেখ করে মোস্তফা কামাল বলেন, ‘আমাদের এই সাফল্য একার নয়, ডিস্ট্রিবিউশন পার্টনার ও ভোক্তারা এই ব্র্যান্ডের প্রকৃত শক্তি। বাজারে আপনাদের উপস্থিতি, গ্রাহকের সঙ্গে সম্পর্ক এবং প্রতিদিনের কঠোর পরিশ্রমই আমাদের সাফল্যের মূল ভিত্তি।’
তিনি আরও বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি—ব্র্যান্ড গড়ে তোলে মানুষ, কিন্তু সেই ব্র্যান্ড টিকিয়ে রাখে সম্পর্ক। আর এই সম্পর্কই আমাদের সবচেয়ে বড় সম্পদ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তানভীর আহমেদ মোস্তফা বলেন, ‘আন্তরিক কৃতজ্ঞতা জানাই ব্যবসায়িক সহযোগী ও কর্মকর্তাদের, যাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব, আস্থা ও সহযোগিতা ফ্রেশ এলপি গ্যাসের সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের বিশ্বাস ও অঙ্গীকার একটাই—আমরা একসঙ্গে এগিয়ে যাব।’
তানভীর আহমেদ মোস্তফা আরও বলেন, ‘এমজিআই টেকসই প্রবৃদ্ধিতে বিশ্বাস করে। নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও অত্যাধুনিক অবকাঠামোগত উন্নয়নে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, যাতে সবসময় ভোক্তার দোরগোড়ায় সময়মতো মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া যায়।’
অনুষ্ঠানে ২০২৫ সালের টপ পারফর্মিং ডিস্ট্রিবিউটর এবং কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা, এমজিআই চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) আতিক উজ জামান খান, জেনারেল ম্যানেজার (অডিট) সাজ্জাদ হোসেন, ফ্রেশ এলপি গ্যাসের সিনিয়র ম্যানেজার (অ্যাকাউন্টস) মোহাম্মদ শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।