বিরোধী দমন নাকি আইনি প্রক্রিয়া? তিন নেতার হঠাৎ গ্রেফতার ঘিরে তৈরি হয়েছে বিভক্তি
প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ১১:৪১:৪৩
জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর কদমতলী থানার শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ (১৮) হত্যা মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
সোমবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এই তিন রাজনৈতিক নেতার বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা, কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসাইন এদিন আসামিদের আদালতে হাজির করে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত শুনানি শেষে তা অনুমোদন দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই কদমতলী থানার আওতাধীন এলাকায় জুলাই আন্দোলনের সময় তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ আন্দোলনে অংশগ্রহণ করেন। ওইদিন বিকেল ৪টায় বিক্ষোভ চলাকালে আসামিদের ছোঁড়া গুলি তার মুখমণ্ডলের সামনের অংশ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। পরবর্তীতে ৮ নভেম্বর কদমতলী থানায় মামলাটি রুজু করা হয়। মামলায় রাশেদ খান মেনন ৭ নম্বর, ইনু ৮ নম্বর এবং জুনাইদ আহমেদ পলক ৯ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে নাম অন্তর্ভুক্ত রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ১৪ আগস্ট রাতে জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ২২ আগস্ট রাশেদ খান মেনন এবং ২৬ আগস্ট হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়।