বিভিন্ন অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি মামলা থেকে খালাস পেয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ ও জশিতা ইসলামের আদালত পৃথকভাবে এই আদেশ প্রদান করেন।
২০২১ সালে দাঙ্গা, বেআইনী সমাবেশ ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলা দুইটি করা হয়। এর আগে, ২৮ ডিসেম্বর পৃথক এই দুই মামলায় আত্মসমর্পণ করে দেড় হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন পান আখতার।
আখতারের আইনজীবী মুজাহিদুল ইসলাম জানান, সম্প্রতি মামলাগুলো প্রত্যহারের জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করি। মন্ত্রণালয় থেকে মামলাগুলো প্রত্যাহারের জন্য গেজেট প্রকাশ করা হয়। সেই গেজেটের কপি আদালতে জমা দিয়ে মঙ্গলবার মামলাগুলো থেকে তাকে খালাসের আবেদন করি। শুনানি শেষে আদালত মামলাগুলো প্রত্যাহার করে খালাসের আদেশ দেন।
মামলাগুলোর অভিযোগ সুত্রে জানা গেছে, ২০২১ সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষিতে শাহবাগ থানায় তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। ২০২১ সালের ১৩ এপ্রিল আইনশৃঙ্খলা বাহিনী তাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আটক করে। পরে শাহবাগ থানার পৃথক মামলাগুলোয় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আওয়ামী লীগ সরকারের আমলে আখতার হোসেনের বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে পূর্ববর্তী ৪টি মামলায় তিনি আগেই অব্যাহতি পেয়েছিলেন। অবশিষ্ট দুটি মামলা থেকে মঙ্গলবার খালাস পাওয়ার মাধ্যমে তিনি এখন সব মামলা থেকেই মুক্ত হলেন।