সমালোচনার মাঝেও সরকারের ইতিবাচক দিকগুলো তুলে ধরার আহ্বান, অর্থনীতিতে স্থিতিশীলতার উদাহরণ টানলেন উপদেষ্টা
প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ২:৪৪:৩৪
সরকারের কার্যক্রমে ভুল থাকতে পারে, সমালোচনা স্বাভাবিক তবে শুধুমাত্র নেতিবাচক দিক তুলে না ধরে ভালো দিকগুলোও আন্তরিকভাবে মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (৪ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবায়নে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত কার্যক্রম নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
বক্তব্যে ড. সালেহউদ্দিন বলেন, “আমার পরিচিত অনেক জুনিয়র অর্থনীতিবিদ আছেন, যারা কেবল সরকারের ভুল-ত্রুটি খুঁজে বেড়ান। তাঁরা বলেন—এটা নেই, ওটা নেই। কিন্তু সরকারের অনেক ইতিবাচক উদ্যোগও আছে, যেগুলো তারা উপেক্ষা করেন। এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “ভুল থাকলে অবশ্যই তা চিহ্নিত করে সমালোচনা করা উচিত। সমালোচনার মাধ্যমেই তো উন্নয়নের সুযোগ তৈরি হয়। তবে কেবল সমালোচনার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে জাতির সামগ্রিক অগ্রগতি মূল্যায়ন করা সম্ভব নয়।”
এনবিআরের ভূমিকার প্রশংসা করে অর্থ উপদেষ্টা বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডের একটি ভালো সুনাম রয়েছে। এই সুনাম ধরে রাখা এবং আরও কার্যকর ভূমিকা নিশ্চিত করা জরুরি।”
সেমিনারে ২০২৫-২৬ কর বছরের জন্য ই-রিটার্ন ব্যবস্থার উদ্বোধন করেন ড. সালেহউদ্দিন। তিনি বলেন, “ডিজিটাল রিটার্ন দাখিলের এই ব্যবস্থা কর প্রশাসনে স্বচ্ছতা, সহজতা ও জবাবদিহি নিশ্চিত করবে। এটি সময়োপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, যা আধুনিক কর ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা। আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুবিনুল কবীর, সদস্য (কর নীতি) বদিউল আলম চৌধুরী, সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমানসহ এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।