শিক্ষার্থীদের তীব্র আন্দোলনে গভীর রাতে উপাচার্যের ঘোষণা
প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৪:৫১
শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের পূর্বের সিদ্ধান্ত বহাল রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৯ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের উপস্থিতিতে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ এ ঘোষণা দেন।
এর আগে মধ্যরাত থেকে হলে হলে শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করেন। নারী শিক্ষার্থীরাও গেট ভেঙে বাইরে এসে বিক্ষোভে অংশ নেন।
রাত আড়াইটায় উপাচার্যের বাসভবনের সামনে দাঁড়িয়ে তিনি বলেন ২০২৪ সালের ১৭ জুলাই হল প্রভোস্ট কমিটির নেওয়া “হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ” সিদ্ধান্ত বহাল থাকবে। তবে তিনি যোগ করেন, “হল পর্যায়ে ছাত্ররাজনীতি নিয়ন্ত্রিত থাকবে।”
উপাচার্যের এই বক্তব্যে শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানিয়ে “সম্পূর্ণ নিষিদ্ধ” করার দাবি তোলেন। একই সঙ্গে তারা হলে শিবিরের গুপ্ত কমিটি প্রকাশ এবং ছাত্রদল কমিটির সদস্যদের শাস্তি দাবি করেন।
দীর্ঘ সময় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে।