সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
| ১৮ কার্তিক ১৪৩২
নাগরিক প্রতিদিন ডেস্ক
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ইপিজেডের ৫ নম্বরের অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হতো বলে জানা গেছে।
এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও জানানো হয়, কারখানার ৭ তলা ভবনের ৫, ৬, ৭ তলায় আগুন লেগেছে। সেখানে কতজন শ্রমিক রয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।