প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৫, ১১:০৭:৫৯
দেশে শীতের আমেজ বিরাজ করছে। উত্তরের কিছু এলাকায় হামলা শীত এলেও রাজধানী ঢাকায় এখনো শীতের ছোঁয়া লাগেনি। তবে তোরজোড়ে শীত আসতে আর বেশি দিন নেই। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এবারের শীত মৌসুমে কাবু হতে পারে দেশবাসী। আগামী তিন মাসে শৈত্যপ্রবাহ হতে পারে ১০টি। এর মধ্যে তীব্র আকার ধারণ করতে পারে তিনটি শৈত্যপ্রবাহ।
রোববার (২ নভেম্বর) তিন মাসের দীর্ঘমেয়াদি এক পূর্বাভাসে এমন তথ্য জানায় আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, ১০ নভেম্বরের পর থেকেই শীতের আগমন ঘটতে পারে। এরপর ধীরে ধীরে মাসের শেষ নাগাদ সারাদেশেই জেঁকে বসবে শীত। এবারের মৌসুমে দেশজুড়ে একের পর এক শৈত্যপ্রবাহ বয়ে গিয়ে কাঁপন ধরাতে পারে সর্বত্র।
চলতি মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। ফলে ডিসেম্বরে শীতের তীব্রতা চরমে উঠবে। এই সময়টিতেই সবচেয়ে বেশি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, এ সময় দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ২ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত ২টি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা আছে। এসবের একটি বা দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানিয়েছেন তিনি।
আগামী তিন মাস ভোর থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিম, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা, অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাবে। এর ফলে শীতের অনুভূতি আরও বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
তিনি আরও জানান, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ৪ থেকে ৭টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি উত্তরপশ্চিম, উত্তরপূর্ব ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও সামগ্রিকভাবে তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।