সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
| ১৮ কার্তিক ১৪৩২
নাগরিক প্রতিদিন ডেস্ক
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ ছাড়াও গণভোটের বিষয়ে রাজনৈতিক মতভেদে উপদেষ্টা পরিষদে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ‘করবী হলে’ সংবাদ সম্মেলনে এ কথা বলেন আসিফ নজরুল।
আইন উপদেষ্টা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন বিলম্বিত হওয়ার সম্ভাবনা নেই। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবে বলে আশা করছি।
গণভোটের বিষয়ে রাজনৈতিক মতভেদে উপদেষ্টা পরিষদে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জানান আসিফ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানোর আহ্বান জানানো হয়।
এর আগে, গত ৩০ অক্টোবরও নির্বাচন নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, যে যাই বলুক ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। এ ব্যাপারে সরকার বদ্ধপরিকর। তবে ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব কেবল সরকারের নয়, দলগুলোরও দায়িত্ব রয়েছে।