প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৫, ৮:০১:০৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এ তালিকায় ঠাঁই হয়নি দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ওই সময় বিএনপির নির্বাচিত ৭ সংসদ সদস্যের মধ্যে একমাত্র নারী ছিলেন রুমিন ফারহানা।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালে ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা সরকারের কাছে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ চেয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) মারামারিতে জড়িয়ে পড়েন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অবমাননাকর পোস্টের মাধ্যমে আরও সমালোচিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা।