প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৫, ১০:২৬:৩০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ককটেল বিস্ফোরণের পর এবার শোনা গেল কারওয়ানবাজারেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ বুধবার রাতে এ বিস্ফোরণ ঘটে। তবে কারওয়ানবাজারের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একের পর এক এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজধানীবাসীর মধ্যে।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে রবীন্দ্র সরোবরে ককটেল বিস্ফোরণ ঘটে।
এক প্রত্যক্ষদর্শী নাগরিক প্রতিদিন বলেন, ‘আমরা খাবার খাচ্ছিলাম। হঠাৎ করেই ককটেল বিস্ফোরণ ঘটে। এরপরই আমরা দৌড়ে আশপাশে আশ্রয় নিই। পরে এসে দেখি ধোঁয়া উড়ছে।’
রবীন্দ্র সরোবরের একটি হোটেলের কর্মচারী বলেন, ‘আমরা দোকানে থাকা অবস্থায় ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এরপরই আমরা দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাই।’
এ ছাড়া রাত সাড়ে ৯টার দিকেই টিএসসিতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বর্তমানে টিএসসি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া এলাকার আশপাশে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী নাগরিক প্রতিদিনকে জানান, বাইক নিয়ে একদল দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করেছে। এতে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, ককটেল বিস্ফোরণের পর একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।