আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশগ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, বর্তমান কমিশন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, একটি ঐতিহাসিক নির্বাচনের অংশ হতে চান এমন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আগমন এরইমধ্যে শুরু হয়েছে এবং আরও পর্যবেক্ষক নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে আসবেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিশ্বে তুলে ধরতে সহায়ক হবে। আন্তর্জাতিক মিশন বা নির্বাচন কমিশনের মাধ্যমে এই পর্যবেক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন।
নির্বাচন কমিশনার বলেন, আসন্ন নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হিসেবে উপস্থাপিত হবে, যা গণতন্ত্রের পুনঃসূচনা করবে।
তবে সানাউল্লাহ নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের সামনে কিছু চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কমিশন এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সক্ষম হবে।
ইসি সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কর্তৃক নেওয়া উদ্যোগ এবং ভবিষ্যত পরিকল্পনার প্রতি বাংলাদেশের জনগণের আস্থা বাড়বে।